'

 

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনঃ

সমাজসেবা অধিদফতর থেকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসংস্থাফাউন্ডেশন এবং এতিমখানার মত জনকল্যাণমুখী এজেন্সিসমূহ নিবন্ধন দেওয়া হয়। 

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন  নিয়ন্ত্রণঅধ্যাদেশ১৯৬১  সংশ্লিষ্ট বিধি১৯৬২ এর আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা  প্রতিষ্ঠান নিবন্ধন প্রদান করা হয়ে থাকে। 

 অধ্যাদেশে নিবন্ধন গ্রহণকারী সংস্থাগুলো ১৫টি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়নের জন্য নিবন্ধন নিয়ে থাকে।

 কার্যক্রমসমূহ হলোশিশু কল্যাণযুব কল্যাণনারী কল্যাণশারীরিক  মানসিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণপরিবার পরিকল্পনাসমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখাসামাজিক শিক্ষাবয়স্ক শিক্ষাকারামুক্ত কয়েদীদের কল্যাণ  পুনর্বাসনকিশোর অপরাধীদের কল্যাণভিক্ষুক  দুস্থদের কল্যাণদরিদ্র রোগীদের কল্যাণ  পুনর্বাসনবৃদ্ধ  দৈহিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণসমাজকল্যাণকার্যে প্রশিক্ষণ এবং সমাজকল্যাণ সংস্থাসমূহের সমন্বয় সাধন।

সমাজসেবা অধিদফতরের কার্যক্রম শাখা  কার্যক্রমটি বাস্তবায়ন করে থাকে। পরিচালক (কার্যক্রমএর নেতৃত্বে অতিরিক্ত পরিচালকউপপরিচালকসহকারী পরিচালকসমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক  কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট। 

 নিবন্ধন প্রাপ্তির জন্য করণীয়ঃ

o   নামের ছাড়পত্র গ্রহণ;

o   নির্ধারিত ফমর-বি তে আবেদন পত্র প্রদান (যা সংশি­ষ্ট জেলা হতে সংগ্রহ করা যাবে);

o   আবেদনপত্রের সাথে -২৯৩১-০০০০১৮৩৬ খাতে ৫০০০/- টাকার ট্রেজারী চালানের কপি সংযুক্তি;

o   আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র জমা দেয়া:-

o   সভাপতি এবং সাধারণ সম্পাদকের সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি-প্রতিটি  কপি;

o   প্রাথমিক সাধারণ সভায় নাম নির্ধারণ সংক্রান্ত কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি- কপি;

o   বাংলায় সংস্থার গঠণতন্ত্র (প্রতি পৃষ্ঠায় সভাপতি /সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত)-  কপি;

o   গঠনতন্ত্র  কার্যকরী পরিষদ অনুমোদন সংক্রান্ত সভার কার্যবিররণীর সত্যায়িত অনুলিপি- কপি;

o   কার্যকরী পরিষদ গঠন সংক্রান্ত সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর যুক্ত নামের তালিকার সত্যায়িত অনুলিপি- কপি;

o   বর্ণিত কার্যবিবরনীসমূহ রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করে সকল সদস্যদের স্বাক্ষরযুক্ত রেজুলেশনের সত্যায়িত ফটোকপি- কপি;

o   কার্যকরী পরিষদ  এর সদস্যদের নামপদবীপেশাঠিকানা (বর্তমান নিজ স্বাক্ষরযুক্ত তালিকা- কপি;

o   কার্যকরী পরিষদ এর সদস্য তালিকার সাথে সভাপতিসম্পাদক  কোষাধক্ষের সত্যায়িত ছবিপ্রতিজনের  কপি;

o   সাধারণ সদস্যদের নামপিতামাতাস্বামী (প্রযোজ্য ক্ষেত্রে) নামপেশাস্থায়ী  বর্তমান ঠিকানা এবং নিজ স্বাক্ষরযুক্ত তালিকা- কপি

o   সম্পর্ক বিষয়ক প্রত্যয়ন পত্র- কপি।

o   বর্তমান  ভবিষ্যৎ কর্মসূচী (কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতিসহপ্রতিটি  কপি;

o   প্রতিষ্ঠাতা সদস্যদের অতীত সেবামূলক কাজের বিবরণ (যদি থাকে কপি;

o   সংস্থার নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণ (ম্যানেজারের প্রত্যয়ন পত্রসহ কপি;

o   সংস্থার কার্যালয়ের জমির দলিল/১৫০ টাকার ষ্টাম্পে ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি- কপি;

o   সংস্থার আসবাবপত্রের বিবরণী - কপি;

o   সংস্থার সাধারণ সভায় অনুমোদিত সম্ভাব্য বাজেট (আয়-ব্যয়ের)- কপি;

o   স্থানীয় ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সুপারিশ পত্র- কপি;

o   সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক কার্যকরী পরিষদের কর্মকর্তাগণ একই পরিবারের সদস্য নন মর্মে প্রত্যয়ন পত্র- কপি;

o   সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক সংস্থার সদস্যদের স্বাক্ষর সঠিক মর্মে অঙ্গিকার নামা- কপি;

o   সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক সমাজসেবা অধিদফতর ছাড়া কোন সংস্থার নিবন্ধন গ্রহণ করলে বা কোন বৈদেশিক সাহায্য গ্রহণ করার সাথে সাথে নিবন্ধন কর্তৃপক্ষকে অবহিত করা হবে মর্মে অঙ্গিকার নামা- কপি।

সূত্রঃ সমাজসেবা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

 

* বাংলাদেশ রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম এর নিবন্ধনঃ

রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস্‌ বা সাধারণভাবে পরিচিত বাংলাদেশ জয়েন্ট স্টকের মাধ্যমে নিবন্ধন অনেকটা ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসের মতোই তবে যেসব কারণে আপনি এই দুটোর মধ্যে বাংলাদেশ জয়েন্ট স্টকের মাধ্যমে নিবন্ধন করতে পারেন তা হলো-

আবেদন প্রক্রিয়ার সময়সীমা অপেক্ষাকৃত দ্রুত। আবেদন প্রক্রিয়া সহজতর।অনলাইনে বিভিন্ন সেবা যেমননাম খোঁজানাম অনুমোদন করার মতো কাজগুলো করা যায়।বাংলাদেশ জয়েন্ট স্টকের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান নিবন্ধনের প্রথম ধাপ হিসেবে আপনাকে নাম অনুমোদিত করারএকটি আবেদনপত্র দাখিল করতে হবে।

অনলাইন সার্ভিস থেকে নাম খোঁজা বা খালি আছে কিনা তা জানতে পারবেন 

প্রতিটি নামের জন্য ফি বরাদ্দ করা রয়েছে ছয়শত টাকা যা বাংলাদেশের যেকোন স্থানীয় ব্যাংকে জমা দেয়া যায় (অনলাইনে টাকা জমা দেয়ার কোনো নিয়ম নেই)

আবেদনপত্রটি হাতে লিখে প্রয়োজনীয় সব কাগজপত্রের সাথে জমা দিতে হবে।



Post a Comment

0 Comments